Wellcome to National Portal
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd সেপ্টেম্বর ২০১৯

Management for New Manager (২২-২৬ সেপ্টেম্বর, ২০১৯)

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর ঢাকা ক্যাম্পাসে আগামী ২২-২৬ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ-এ “Management for New Manager “  শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি আয়োজন করা হবে।

 কোর্সটিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবেঃ

  • ব্যবস্থাপকের দায়িত্বসমূহ 
  • ব্যবস্থাপনার প্রকার 
  • পরিকল্পনা বাস্তবায়ন 
  • কর্মক্ষেত্রে প্রেষণার মাধ্যমে মানুষ ও দলকে পরিচালনা করা  
  • কর্মক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব 
  • দ্বন্দ্ব (Conflict) ব্যবস্থাপনা 
  • পারফর্মমেন্স ব্যবস্থাপনা(Performance Management) 
  • ক্যারিয়ার পরিকল্পনা (Career Planning)   
  • হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা
  • ডেলিগেশন-এর কৌশলসমুহ 
  • পরিবর্তন ব্যবস্থাপনা ( Change Management)

প্রশিক্ষণটি নতুন ব্যবস্থাপক এবং যারা ব্যবস্থাপনা বিষয়ে আরও সমৃদ্ধ হতে এবং ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধি করতে চান তাঁদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন মর্মে আশা করা যায়। 
 

কোর্সটির ফি জনপ্রতি ৭০০০/=(সাত হাজার) টাকা ট্যাক্স এবং ভ্যাট ব্যাতিত যা মহাপরিচালক, বিআইএম বরাবর নগদ অথবা ব্যাংক ড্রাফ্‌ট অথবা পে-অর্ডার অথবা ক্রসড চেক এর মাধ্যমে প্রেরন করা যেতে পারে। উল্লেখ্য, এই কোর্সফির সাথে হোস্টেল এবং প্রশিক্ষণার্থীদের ভাতা অন্তর্ভুক্ত নয়।
nothi_7099_2019_08_20_21566284101.pdf