Wellcome to National Portal
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৩

মহাপরিচালক

জনাব মোঃ মতিয়ার রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি ১৯৯৪ সালের এপ্রিল মাসে (১৩তম বিসিএস) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। তিনি ২৯ অক্টোবর ২০২৩ তারিখে বিআইএম-এর মহাপরিচালক পদে যোগদান করেন। বিআইএম-এ যোগদানের অব্যবহিত পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহপিরচালক হিসাবে দায়িত্ব পালন করেন।  তদ্পূর্বে তিনি একই মন্ত্রণালয়ের আইএমইডি-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে যুগ্ম সচিব (পরিচালক) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে উপসচিব/যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

জনাব রহমান থাইল্যান্ডের অত্যন্ত মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (AIT) থেকে আরবান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে মেজর সহকারে এবং অর্থনীতি ও গণিত বিষয়ে মাইনর সহকারে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

শিক্ষা জীবনে তিনি বিভিন্ন সম্মানসূচক বৃত্তিলাভ করেন। তন্মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি, AIT-তে  জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্রাজুয়েট স্কলারশিপ অন্যতম। AIT-তে অধ্যয়নকালীন তাঁর ব্যতিক্রমী গবেষণাপত্রের জন্য ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউট তাঁকে সনদ ও আর্থিক পুরস্কারে ভূষিত করে।

ব্যাংককের AIT-তে অধ্যয়নের সময়, জনাব মোঃ মতিয়ার রহমান "Environmental Management System for Strategic Decision Making Practice: A Case Study of Khulna City Corporation, Bangladesh. " এর উপর  গবেষণা করেছেন; যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

জনাব মোঃ মতিয়ার রহমান তাঁর প্রকাশনার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণাকর্মের মধ্যে রয়েছে "Groundwater Arsenic Contamination: Food Safety and Human Health Hazards in Bangladesh." বিষয়ক একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও, সহ-গবেষকের সাথে তাঁর লেখা "Better City Environment through ISO 14001 Applications and Strategic Decision Making Process" শিরোনামের একটি গবেষণাপত্র Environmental Informatics Archives-এ প্রকাশিত হয়েছে।

জনাব মোঃ মতিয়ার রহমান "Environmental Management Systems: Regulatory or Voluntary Approach?"  শিরোনামের একটি বইয়ের সহ-লেখক, যা পরিবেশ ব্যবস্থাপনায় তাঁর দক্ষতাকেই প্রতিফলিত করে।

জনাব রহমান বাংলাদেশ পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, থাইল্যান্ডের এআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ সংস্থার আজীবন সদস্য।

জনাব মোঃ মতিয়ার রহমানের শিক্ষা এবং পেশাগত পথচলা বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনা এবং জনসেবায় তাঁর নিবেদিত প্রাণকেই ফুটিয়ে তুলে। কর্মক্ষেত্রে তাঁর নিবেদন, পাণ্ডিত্য এবং অর্জিত কৃতিত্বসমূহ তাঁর নিজ কর্মক্ষেত্রে এবং জাতির সমৃদ্ধি বিনির্মানে একটি  ইতিবাচক প্রভাব তৈরি করে চলেছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon